সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু

অনলাইন ডেস্ক
2020-10-04 01:28:57
সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু

সারা দেশে আজ রবিবার (০৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো। এ কর্মসূচি চলবে ১৭ অক্টোবর (শনিবার) পর্যন্ত।

ক্যাম্পেইনে দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের সব শিশুকেই ভিটামিন এ খাওয়াতে হবে বলে জানিয়েছে জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।

স্বাস্থ্যঝুঁকি কমাতে শিশুকে ভিটামিন এ খাওয়ানোর সময় স্বাস্থ্যকর্মীকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। কেন্দ্রে অবস্থানকালে স্বাস্থ্যকর্মীদের সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ থেকে আরো জানানো হয়, এই ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল।


আরও দেখুন: