এক মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

অনলাইন ডেস্ক
2020-08-18 06:04:04
এক মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

১৯ দিন পর ফের তিন হাজার ছাড়াল দেশে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২০০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। গত এক মাসের মধ্যে এক দিনে এটি সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৬ জন।

এ নিয়ে দেশে ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৭৪০ জন। ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী ১১ জন।


করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৩০টি নমুনা। এর আগের দিন ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৭৮ হাজার ৮১৯টি নমুনা।


ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮২৫ জন।

গতকাল সোমবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৯৫ জনের শরীরে করোনা সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৩৭ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।


আরও দেখুন: