অফিস খোলার দিনেই সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু, শনাক্ত আড়াই হাজার
আজকে দেশে সর্বোচ্চ ৪০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন
দীর্ঘ লকডাউন শেষে আজ সরকারি-বেসরকারি সব অফিস খুলেছে। দোকানপাট ও শপিংমলসহ সবধরণের কারখানা স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে আজকে দেশে সর্বোচ্চ ৪০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ২,৫৪৫ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৫০ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ১৫৩ জন।
নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৩৩ জনই পুরুষ। এদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৪০৬ জন আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৯,৪৮১ জন।
নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২১.৪৩ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৮ শতাংশ।
এই পরিস্থিতিতে দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর চালু হয়েছে ট্রেনও। আগামীকাল থেকে চালু হতে যাচ্ছে বাস ও বিমান।