বেসরকারি প্রতিষ্ঠানের রেসিডেন্টদের বন্ধ ভাতা শিঘ্রই চালু হচ্ছে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নত পোস্ট গ্রাজুয়েট রেসিডেন্টদের বন্ধ থাকা ভাতা ফের চালু করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. শাহিনুল আলম। বুধবার (২০ নভেম্বর) বেসরকারি রেসিডেন্টরা দেখা করতে গেলে এ কথা বলেন তিনি।
বুধবার (২০ নভেম্বর) সন্ধায় বৈষম্যবিরোধী চিকিৎসক ফোরাম (বৈচিফ) সভাপতি সভাপতি ডা. সামিউর রশিদ রিফাত ও সাধারণ সম্পাদক ডা. মাহমুদুল হাসান নয়ন স্বাক্ষরিত প্রেস-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমডি, এমএস অথবা এমফিল কোর্স থেকে কোর্স আউট প্রথা ও জরিমানা বাতিল করায় বুধবার (২০ নভেম্বর) সকালে বিএসএমএমইউর প্রো-ভিসি অধ্যাপক ডা. শাহিনুল আলমকে ফুলেল শুভেচ্ছ জানান বৈষম্যবিরোধী চিকিৎসক ফোরাম (বৈচিফ) এর নেতৃবৃন্দ। এর তারা বিগত ৫ মাস ধরে বন্ধ হয়ে যাওয়া ভাতা চালুর ব্যাপারে কথা বলেন।
এ সময় প্রো-ভিসি অধ্যাপক ডা. শাহিনুল আলম জানান, বিগত ১৮ নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সমন্বিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে বেসরকারি প্রতি রেসিডেন্টদের বন্ধ থাকা ভাতা সচল হওয়া এবং প্রাইভেট রেসিডেন্টদের ভাতার পরিমাণ বিসিএস ৯ম গ্রেডে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেয়া হয়। এ জন্য শিঘ্রই প্রয়োজনীয় ৫ কোটি টাকা বরাদ্দ আসবে। এছাড়াও রেসিডেন্টদের সেগমেন্টাল পাশের ব্যাপারেও ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রোভিসি অধ্যাপক ডা. শাহিনুল আলম।