রেসিডেন্সি ভর্তি পরীক্ষা সম্পন্ন

ডক্টর টিভি রিপোর্ট
2024-11-08 12:13:00
রেসিডেন্সি ভর্তি পরীক্ষা সম্পন্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর মার্চ-২০২৫ সেশনে রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ মেধার ভিত্তিতে আজকের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

 

পরীক্ষার্থীদের যেসব নির্দেশনা মানতে হয়েছেঃ

 

বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা কেবল প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন। নির্দেশনায় কলম, পেন্সিল, ব্যাগ, হাত ঘড়ি, মোবাইল ফোন এবং যে কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ না করতে বলা হয়েছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী, পরীক্ষার হলে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য বল পয়েন্ট কলম পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে সরবরাহ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 


আরও দেখুন: