রামেবির কোষাধ্যক্ষ নিয়োগ পেলেন ডা. জাকির হোসেন খোন্দকার

ডক্টর টিভি রিপোর্ট
2024-10-25 19:15:00
রামেবির কোষাধ্যক্ষ নিয়োগ পেলেন ডা. জাকির হোসেন খোন্দকার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি)

ডা. মো. জাকির হোসেন খোন্দকারকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬’ এর ১৫ (১) ধারা অনুযায়ী ডা. মোঃ জাকির হোসেন খোন্দকার, পরিচালক (ফাইন্যান্স এন্ড একাউন্টস), রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহীকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের শূন্য পদে নিম্নবর্ণিত শর্তে নিয়োগ করা হলো।’

 

১. ডা. মো. জাকির হোসেন খোন্দকারকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ফাইন্যান্স এন্ড একাউন্টস) এর পদ হতে অব্যাহতি প্রদান করে তাঁকে উক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে চার বছর মেয়াদের জন্য নিয়োগ প্রদান করা হলো, তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে এর পূর্বেই এ নিয়োগ বাতিল করতে পারবেন।

 

২. তিনি তাঁর বর্তমান পদের সমপরিমান বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

 

৩. ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬’ এর ধারা ১৫ অনুযায়ী তিনি তাঁর দায়িত্ব পালন করবেন।

 

৪. তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ জারির তারিখ হতে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।


আরও দেখুন: