মমেকের ২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, অভিযোগ যাচাইয়ে তদন্ত কমিটি গঠন

ডক্টর টিভি রিপোর্ট
2024-10-05 21:47:00
মমেকের ২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, অভিযোগ যাচাইয়ে তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অপরাধে অভিযুক্ত থাকায় ২৮ শিক্ষার্থীকে ক্যাম্পাস ও হোস্টেল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসাখে অভিযোগ যাচাই করতে ৭ সদেস্যর তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। শনিবার (৫ অক্টোবর) দুপুরে মমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার বিকেলে মমেকের অধ্যক্ষ স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা গেছে।  

 

অফিস আদেশে বলা হয়েছে, একাডেমিক কাউন্সিলের সভায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অপরাধে অভিযুক্ত শিক্ষার্তীদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পরবর্তী ৫ কর্মদিবসের মধ্যে এ সম্পর্কিত তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

 

কমিটির সভাপতি হিসেবে রয়েছেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেন খান। সদস্য হিসেবে আছেন, বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল হক, অর্থো-সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ডা. মো. মতিউর রহমান, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইমরুল হাসান, কার্ডিওরজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, ইউরোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম। কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন ইউরোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. বদর উদ্দীন। 

 

একইসাথে একাডেমিক কাউন্সিলের সভায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অপরাধে অভিযুক্ত থাকায় ২৮ শিক্ষার্থীকে ক্যাম্পাস ও হোস্টেল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসাথে তাদেরকে একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন কাউন্সিলররা। 

 

অভিযুক্তরা হলেন- ১. ডা. অনুপম সাহা (ম-৫২), ২. ডা. মাশফিক আনোয়ার (ম-৫২), ৩. ডা. আব্দুল্লাহ আল হাসান (ম-৫৩), ৪. মেহেদী হাসান শিমুল (ম-৫৩), ৫. ডা. অনুপম দত্ত অর্থ্য (ম-৫৩), ৬. ডা. সানজিব সরকার বোনাস (বিডিএস-০৫), ৭. ডা. সাইফুল ইসলাম (বিডিএস-০৫), ৮. ডা. মাহিদুল হক অয়ন (ম-৫৪), ৯. ডা. জাহিদুল ইসলাম তুষার (ম-৫৫), ১০. মুনতাসির রাতুল (বিডিএস-০৭), ১১. সানজিদ আহমেদ (বিডিএস-০৭), ১২. শাহরিয়ার ইফতেখার সৌমিক (বিডিএস-০৮), ১৩. আশিক মাহমুদ রিয়াদ (বিডিএস-০৮), ১৪. মঞ্জুরুল হক রজিব (ম-৫৬), ১৫. রকিবুল হাসান রুকন (ম-৫৭), ১৬. আলমগীর হোসেন (ম-৫৭), ১৭. আশিক হোসেন (ম-৫৭), ১৮. শিপন হাসান (ম-৫৭), ১৯. সৈয়দ রায়হান আল আশরাফ (ম-৫৭), ২০. রাইয়ান আল ফাগুন (ম-৫৮), ২১. অর্ণব সাহা (ম-৫৮), ২২. শামস আরেফিন (ম-৫৮), ২৩. আসিফ রায়হান (ম-৫৮), ২৪. আসিফ ইকবাল (বিডিএস-১০), ২৫. মেরাজ হোসেন বাঁধন (বিডিএস-১০), ২৬. দিগন্ত সরকার (ম-৫৯), ২৭. কুবের চক্রবর্তী (ম-৫৯),  ২৮. সিয়াম জাওয়াদ পুষণ (ম-৫৯)। 

 

 


আরও দেখুন: