রাজশাহী মেডিকেল কলেজকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা
ডক্টর টিভি রিপোর্ট
2024-09-19 12:24:00
রাজশাহী মেডিকেল কলেজ
শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী মেডিকেল কলেজকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে সকল ক্ষু্দ্র ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে অত্র ক্যাম্পাসকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। সেহেতু ক্ষুদ্র ব্যবসায়ীদের ধূমপান জাতীয় জিনিস বিক্রয় ও প্রচার বাদে কেবল স্বাস্থ্যসম্মত খাবার বিক্রয় করতে পারবে। এর ব্যতিক্রম হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।