এমডি-এমএস কোর্সে ভর্তির জন্য নির্বাচিত ১৪০৫ জনের তালিকা প্রকাশ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটসমূহে মার্চ ২০২৪ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি-এমএস কোর্সে ভর্তির জন্য নির্বাচিত ১৪০৫ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (৩১ জানুযারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষার্থীদের আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোর্সে ভর্তির কার্যক্রম চলবে। সরকারি, বিএসএমএমইউ এবং সামরিক প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠানে ৭ ফেব্রুয়ারি থেকে প্রেষণাদেশ/ছুটির আদেশ প্রাপ্তি সাপেক্ষে ভর্তির কার্যক্রম চলবে।
সকল কোর্সে ভর্তির ক্ষেত্রে কোর্স ফি, টিউশন ফি এবং রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি শাখা থেকে জানা যাবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।