এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় বাড়লো

ডক্টর টিভি রিপোর্ট
2023-05-15 17:07:44
এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় বাড়লো

অর্থ জমা দেওয়ার সময় আগামী ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস ও এমসিপিএস জুলাই ২০২৩ পরীক্ষার রেজিস্ট্রেশন ও অর্থ জমা দেওয়ার সময় আগামী ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ রোববার (১৫ মে) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ জামাল স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিপিএসের অধীনে এফসিপিএস পার্ট-১, এফসিপিএস মিডটার্ম, প্রিলিমিনারি এফসিপিএস পার্ট-২, এফসিপিএস পার্ট-২ (ফাইনাল), এফসিপিএস (সাব-স্পেশালিটি) এবং এমসিপিএস পরীক্ষা জুলাই ২০২৩ এর রেজিস্ট্রেশন ও অর্থ জমা দেওয়ার সময় ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

নোটিসে আরও বলা হয়, ‘যেসকল পরীক্ষার্থী ব্যাংকে পরীক্ষার ফি জমা দিয়েছেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন সফ্টওয়্যারে ব্যাংকের রসিদ আপলোড করতে পারেননি তাদের ২২ মে দুপুর ২টার মধ্যে প্রয়োজনীয় সব তথ্য ও কাগজপত্র সঙ্গে নিয়ে কলেজের পরীক্ষা বিভাগে যোগাযোগ করতে হবে। এজন্য কলেজের অর্থ বিভাগে ১০০০/- টাকা বিলম্ব ফি প্রদান করতে হবে।’

এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একইসঙ্গে পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তারিখ অপরিবর্তিত থাকবে।

 

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

 


আরও দেখুন: