নবীন এমবিবিএস শিক্ষার্থীদের বরণ করেছে সন্ধানী গণস্বাস্থ্য মেডিকেল কলেজ
সন্ধানী গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে নবীনতম এমবিবিএস ২৭ তম ব্যাচকে বরণ করা হয়।
সন্ধানী গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট নবীনতম এমবিবিএস ২৭ তম ব্যাচকে বরণ করে নিয়েছে।
শনিবার (১৭ ই সেপ্টেম্বর) এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিজিওলজি বিভাগের প্রধান ডা. শাহীন নার্গিস, এনাটমি বিভাগের প্রধান ডা.আশরাফি জাহান, বায়োক্যামিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল মালেক, ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ও সন্ধানী উপদেষ্টা ডা. কায়কোবাদ হোসেন রাসেল, ফিজিওলজি বিভাগের সিনিয়র প্রভাষক ও সন্ধানী উপদেষ্টা ডা. আজিজুর রহমান, ফিজিওলজি বিভাগের প্রভাষক ও সন্ধানী উপদেষ্টা ডা.আব্দুল্লাহ আল নোমান।
সন্ধানী গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে নবীন শিক্ষার্থী ২০২১-২২ সেশনের ম্যাগাজিন 'প্রবর্তনা', জরায়ুমুখ ক্যান্সারের সচেতনামূলক লিফলেট, ফুল উপহার দেয়া হয় এবং মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠানে সন্ধানীর ইতিহাস ও বিভিন্ন কার্যক্রমের উপর প্রেজেন্টেশন দেয়া হয়।