নিউ ইয়র্কে বন্দুক হামলায় ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও খুন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যে ম্যানহাটানের অন্যতম বড় বেসরকারি বিমা কম্পানি ‘ইউনাইটেড হেলথ কেয়ার’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারী সন্ত্রাসী
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যে ম্যানহাটানের অন্যতম বড় বেসরকারি বিমা কম্পানি ‘ইউনাইটেড হেলথ কেয়ার’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারী সন্ত্রাসী। সিসিটিভি ফুটেজে ধরা পড়া মুখোশধারী সন্দেহভাজন ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ। সূত্রঃ বিবিসি
বুধবার সকালে ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী ব্রায়ান থম্পসনকে লক্ষ্য করে গুলি করা হয়। স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটে ম্যানহাটনের টাইমস স্কয়ার ও সেন্ট্রাল পার্কের কাছে একটি ব্যস্ত এলাকায় এ গুলির ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, পায়ে গুলিবিদ্ধ ৫০ বছর বয়সী ব্রায়ানকে হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক মিনিট পর তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। হামলাকারী হত্যাকান্ড ঘটানোর পর ব্রায়ান থম্পসনের কোনও জিনিসপত্র না নিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ওদিকে, হামলাকারীর একটি মুখোশ পরা ছবি প্রকাশ করে নিউ ইয়র্ক সিটি পুলিশ ঘোষণা করেছে, ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে।
ইউনাইটেডহেলথ যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠান, যা লাখো আমেরিকানের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করে। থম্পসন ২০২১ সালের এপ্রিল থেকে ইউনাইটেডহেলথ কেয়ারের সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।