গাজায় ইসরায়েলি নৃশংসতায় নিহত ৪৪ হাজার ৩০০ জন
গাজায় ইসরায়েলি নৃশংস হামলায় বিধ্বস্ত বাড়িঘর
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নিহত হয়েছেন ৩৩ জন। সেই সঙ্গে, আহত হয়েছেন আরও ১৩৪ জন। এ নিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ২৮২ জনে। হামলায় আহত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৮০ জন। বুধবার (২৭ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় মুহুর্মুহু বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো।
এরপর থেকে বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।
তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে গাজায়।