ভারতে সিনিয়রদের র্যাগিংয়ে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
অনিল মেথানিয়া সম্প্রতি ডাক্তারি পড়ার জন্য ভারতের জিএমইআরএস মেডিকেল কলেজে ভর্তি হন
সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হয়ে ভারতে এক মেডিকেল শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। দেশটির গুজরাটের পাটন জেলার জিএমইআরএস মেডিকেল কলেজে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। রোববার (১৭ নভেম্বর) ১৮ বছর বয়সী ভুক্তভোগী ছাত্রটি মারা যান।
সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সুরেন্দ্রনগরের বাসিন্দা অনিল মেথানিয়া সম্প্রতি ডাক্তারি পড়ার জন্য জিএমইআরএস মেডিকেল কলেজে ভর্তি হন। গত শনিবার রাতে তাঁকে এবং আরও কয়েকজন প্রথম বর্ষের ছাত্রকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সিনিয়র ছাত্রদের পক্ষ থেকে ডেকে পাঠানো হয়।
অভিযোগ উঠেছে, সিনিয়ররা তাদের একটানা তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন এবং পরিচয় জানতে চান। এ সময়েই অনিল মাথা ঘুরে মাটিতে পড়ে যান। সহপাঠীরা তাকে তৎক্ষণাৎ কলেজের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলেজের ডিন ডা. হার্দিক শাহ। তিনি জানান, কলেজের অ্যান্টি-র্যাগিং কমিটি এই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং অপরাধ প্রমাণিত হলে সিনিয়র ছাত্রদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।