গাঁজা সেবনে বেড়ে যায় ক্যানসারের ঝুঁকি: গবেষণা

অনলাইন ডেস্ক
2024-11-15 19:49:00
গাঁজা সেবনে বেড়ে যায় ক্যানসারের ঝুঁকি: গবেষণা

গাঁজা

গাঁজা সেবন শরীরের কোষ নষ্ট করে ক্যানসারের ঝুঁকি বাড়ায়। বৃহস্পতিবার বিজ্ঞানভিত্তিক সাময়িকী অ্যাডিকশন বায়োলজিতে প্রকাশিত একটি গবেষণায় এ তথ্য জানানো হয়। গবেষণাটি করেছেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষকরা। 

 

গবেষণায় গাঁজাকে জিনোটক্সিক হিসেবে আখ্যায়িত করা হয়। জিনোটক্সিক মানবদেহের ডিএনএর ক্ষতি করে কোষের মিউটেশন ঘটিয়ে ক্যানসারের ঝুঁকি বাড়ায়।  

 

গবেষকরা জানান, জিনোটক্সিসিটি একটি ক্ষতিগ্রস্ত ডিম্বাণু এবং শুক্রাণুর মাধ্যমে পরবর্তী প্রজন্ম পর্যন্ত পৌঁছাতে পারে। যা পরবর্তী প্রজন্মের মধ্যেও গাঁজা সেবনের ঝুঁকি তৈরি করে। 

গবেষণায় আরও বলা হয়, গাঁজা কোষের মাইটোকন্ড্রিয়াকে বাধাগ্রস্ত করে। এতে কোষের শক্তি কমে যায়। মাইটোকন্ড্রিয়া বাধাগ্রস্ত হওয়ার কারণে ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হয়, যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়। সেইসঙ্গে দ্রুত বার্ধক্য আসে ও সন্তানের জন্মগত ত্রুটি দেখা দিতে পারে।  


গবেষক দলের সদস্য ড. স্টুয়ার্ট রিস বলেন, আমরা গাঁজা ব্যবহার এবং জিনোটক্সিসিটির মধ্যে যে সম্পর্ক বর্ণনা করেছি তার সুদূরপ্রসারী পরিণতি রয়েছে। এই নতুন গবেষণাটি দেখায় যে, কীভাবে গাঁজা ব্যবহারের ফলে জিনগত ক্ষতি প্রজন্মের মধ্যে চলে যেতে পারে।

এর আগেও বিজ্ঞানীরা জানিয়েছেন, গাঁজা মাইক্রোনিউক্লিয়ার বিকাশ ও মাইটোকন্ড্রিয়াতে বাধা দেয়। মানব এবং ইঁদুর উভয়ের ওপর চালানো গবেষণায় দেখা গেছে যে, প্রাপ্তবয়সস্কদের গাঁজা সেবনের কারণে তাদের সন্তানদের মধ্যে অটিজম ও মস্তিষ্ক বিকাশের সমস্যা দেখা দিতে পারে।


আরও দেখুন: