ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যা উদ্বেগজনকভাবে বেড়েছে

অনলাইন ডেস্ক
2024-08-29 12:32:00
ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যা উদ্বেগজনকভাবে বেড়েছে

হতাশাগ্রস্ত তরুণী

ভারতে শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক ভাবে বেড়েছে। এমনকি শিক্ষার্থীদের আত্মহত্যার বার্ষিক হার দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির হার এবং সামগ্রিক আত্মহত্যার প্রবণতাকেও ছাড়িয়ে গেছে। নতুন একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বলে ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) ডেটার ওপর ভিত্তি করে ‘স্টুডেন্ট সুইসাইডস: অ্যান এপিডেমিক সুইপিং ইন্ডিয়া’ বা ‘ছাত্র আত্মহত্যা: যে মহামারি আছড়ে পড়তে চলেছে ভারতে’ নামক রিপোর্টটি বুধবার আইসি-৩ (IC3) ও এক্সপোর বার্ষিক কনফারেন্সে প্রকাশ করা হয়।

 

আইসি-৩ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার ও কলেজ কাউন্সেলিং (International Career & College Counseling)। স্বেচ্ছাসেবক এই সংস্থাটি বিশ্বব্যাপী বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটিতে ক্যারিয়ার গড়ার ব্যাপারে শিক্ষার্থীদের কাউন্সেলিং ও প্রশিক্ষণ দিয়ে থাকে।

 

বুধবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ভারতে সামগ্রিক আত্মহত্যার বার্ষিক সংখ্যা ২ শতাংশ বেড়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনাগুলো ততটা সামনে আসে না। তারপরও শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা চার শতাংশ বেড়েছে।

 

রিপোর্টে বলা হয়েছে, ‘গত দুই দশকে শিক্ষার্থীদের আত্মহত্যার হার উদ্বেগজনক হারে বার্ষিক চার শতাংশ বেড়েছে, যা জাতীয় আত্মহত্যার গড় পরিসংখ্যানের দ্বিগুণ। ২০২২ সালে মোট শিক্ষার্থী আত্মহত্যার ৫৩ শতাংশ ছেলে। যা থেকে বলা যায়, ছাত্রদের আত্মহত্যা ৬ শতাংশ কমেছে। তবে ছাত্রীদের আত্মহত্যা ৭ শতাংশ বেড়েছে। এইসব আত্মহত্যার ঘটনা জনসংখ্যা বৃদ্ধির হার এবং সামগ্রিক আত্মহত্যার প্রবণতা- উভয়কেই ছাড়িয়ে যাচ্ছে।’

 

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্য বলছে, গত এক দশকে ভারতে ২৪ বছর বয়সীদের জনসংখ্যা কমেছে ১০ লাখ। এদিকে শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা ৬ হাজার ৬৫৪ জন থেকে বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৪।

 

রিপোর্ট অনুসারে, ভারতের মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশকে এমন রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে যেখানে শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি। আর এটি সারা ভারতের মোট ছাত্র-আত্মহত্যার এক-তৃতীয়াংশ। এই তালিকায় রাজস্থান রয়েছে ১০ নম্বরে, যার মধ্যে বড় সংখ্যক আত্মহত্যার খবর আসে কোটা থেকে।

 

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ‘এনসিআরবি-র ডেটা তৈরি হয় এফআইআর-এর ওপর ভিত্তি করে। এটা মনে রাখতে হবে, ছাত্র আত্মহত্যার রিপোর্ট সবক্ষেত্রে দায়ের করাই হয় না। ফলে প্রকৃত সংখ্যা সম্ভবত অনেকটাই বেশি। ২০১৭ সালে পাস হওয়া মানসিক স্বাস্থ্যসেবা আইনে আত্মহত্যার প্রচেষ্টা অপরাধ। এই আইনের বদল হলে রিপোর্ট আরও বেশি হবে। এছাড়াও গ্রামীণ এলাকায় অনেক ক্ষেত্রেই যোগাযোগের অভাবে আত্মহত্যার এসব ঘটনা সামনেই আসে না।’


আরও দেখুন: