ভারতে সমুদ্রে ডুবে ৫ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু!

অনলাইন ডেস্ক
2024-05-06 23:15:29
ভারতে সমুদ্রে ডুবে ৫ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু!

ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারীতে সমুদ্রে ডুবে পাঁচজন মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারীতে সমুদ্রে ডুবে পাঁচজন মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন নারী শিক্ষার্থী ছিলেন। সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

কন্যাকুমারী জেলার পুলিশ সুপার ই সুন্দরভাথানম সংবাদ মাধ্যমকে জানান, সমুদ্র উত্তাল থাকায় লেমুর সৈকত বন্ধ ছিল। এর মধ্যেই পাঁচজনের ওই দলটি নারকেল বাগানের মধ্য দিয়ে সৈকতে প্রবেশ করে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তকারীরা বলেন, রোববার (৫ মে) কন্যাকুমারীতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিরুচিরাপল্লীর এসআরএম মেডিকেল কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আসেন। তারা নিজেরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে শহর ঘুরতে বেরিয়েছিলেন। পাঁচজনের ওই দলটি ব্যক্তিগত সৈকত ঘুরতে আসেন।

মৃত শিক্ষার্থীরা হলেন- থাঞ্জাভুরের চারুকবি, নেইভেলির গায়াথিরি, কন্যাকুমারীর সর্বদর্শিত, ডিন্ডিগুলের প্রবীণ সাম এবং অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ। তারা সবাই এসআরএম মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এছাড়া আরও তিনজন নারী ইন্টার্নকে উদ্ধার করা হয়েছে। তারা হলেন- কারুরের নেশি, থেনির প্রীতি প্রিয়াঙ্কা এবং মাদুরাইয়ের সরনিয়াকে। আসারিপল্লম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


আরও দেখুন: