ক্যানসার নিরাময়ে নতুন থেরাপি

অনলাইন ডেস্ক
2024-02-06 15:45:33
ক্যানসার নিরাময়ে নতুন থেরাপি

ক্যান্সার কোষের আণুবীক্ষণিক চিত্র

ক্যানসার নিরাময়ে নতুন থেরাপি আবিষ্কার করলেন একদল বিজ্ঞানী। এরই মধ্যে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে বানানো এই থেরাপির ট্রায়াল শুরু হয়েছে পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথ হাসপাতালে। সূত্র: ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।   

প্রতিবেদনে বলা হয়েছে, এই থেরাপি সব ধরনের ক্যানসারে বেশ কার্যকর হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। এ ছাড়া এটি টিউমার ধ্বংস করে দেবে। এতে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে কাজ করবে। এই এমআরএনএর মাধ্যমে ফাইজারের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান করোনার টিকাও আবিষ্কার করে।

গবেষক দলের একজন ইমপেরিয়াল কলেজের ডেভিড পিনাতো বলেন, মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে ক্যানসারের কোষের বিরুদ্ধে লড়তে পারে, সেই ব্যবস্থা করে দেবে এই থেরাপি। তবে গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।


আরও দেখুন: