খুলনা মেডিকেলে প্রথমবারের মতো হিপ প্রতিস্থাপন

ডক্টর টিভি রিপোর্ট
2024-01-17 15:38:56
খুলনা মেডিকেলে প্রথমবারের মতো হিপ প্রতিস্থাপন

খুলনা মেডিকেলে প্রথমবারের মতো হিপ প্রতিস্থাপন

প্রথমবারের মতো রোগীর সম্পূর্ণ হিপ প্রতিস্থাপন করা হয়েছে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে। এই ধরনের অস্ত্রোপচারের জন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষদের আর ঢাকায় যাওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

সোমবার (১৫ জানুয়ারি) সকালে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় ৬৫ বছর বয়সী ফিরোজা বেগমের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সম্পন্ন করেন অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মেহেদী নেওয়াজের নেতৃত্বাধীন ৫ জন চিকিৎসকের একটি দল। বেসরকারি হাসপাতালে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা ব্যয় হলেও খুলনা মেডিকেলে ফিরোজা বেগমের ইমপ্ল্যান্ট বাবদ ব্যয় হয়েছে মাত্র এক লাখ টাকা।

এ বিষয়ে অধ্যাপক ডা. মো. মেহেদী নেওয়াজ বলেন, সফল এ অস্ত্রোপচারের মাধ্যমে সরকারিভাবে খুলনায় চিকিৎসা সেবায় এক নতুন অধ্যায় যুক্ত হলো। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।


আরও দেখুন: