ভারতে করোনার নতুন ধরন শনাক্ত

অনলাইন ডেস্ক
2023-12-23 11:06:05
ভারতে করোনার নতুন ধরন শনাক্ত

ভারতে করোনার নতুন ধরন শনাক্ত

ভারতে আবারও চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। ইতোমধ্যে দেশটিতে কমপক্ষে ২৩ জনের দেহে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘জেএন.১’ শনাক্ত হয়েছে। ভ্যারিয়েন্টটি গোয়া, কেরালাসহ কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করেছে ভারতের স্বাস্থ্য বিভাগ।

করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের পর নড়েচড়ে বসেছে ভারতের স্বাস্থ্য বিভাগ। জেএন-ওয়ান নামের ভ্যারিয়েন্টে আক্রান্তদের কাউকেই হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি। ল্যাবে পরীক্ষার পর নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে দেশটির স্বাস্থ্য বিভাগ।

নতুন এ সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেবিষয়ে বাড়তি সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে যে রাজ্যগুলোতে নতুন এই ভাইরাস ছড়িয়ে পড়েছে সেই রাজ্যগুলোতে বাড়তি সতর্কতা ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া দেশের কিছু অংশে ক্রমবর্ধমান কোভিড মামলার পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ পরিস্থিতি ও জনস্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি পর্যালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘করোনাভাইরাসের নতুন ও উদীয়মান উপধরনের বিরুদ্ধে সতর্ক থাকা এবং প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ।’


আরও দেখুন: