বায়ুদূষণের শীর্ষে ঢাকা

ডক্টর টিভি রিপোর্ট
2023-12-11 12:09:10
বায়ুদূষণের শীর্ষে ঢাকা

রাজধানী ঢাকার বায়ুদূষণ

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকার নাম। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে।

তালিকার শীর্ষে থাকা রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর পাওয়া গেছে ৩১৬। অর্থাৎ এখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি। সেখানকার স্কোর হচ্ছে ২২৭ অর্থাৎ সেখানকার বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’।

এর আগে রোববার (১০ ডিসেম্বর) সকালেও রাজধানী ঢাকা দূষণ তালিকায় ১ নম্বরে ছিল।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


আরও দেখুন: