বিধ্বস্ত গাজায় চিকিৎসা সরঞ্জাম ও ভাসমান হাসপাতাল পাঠাচ্ছে ফ্রান্স

অনলাইন ডেস্ক
2023-11-21 20:39:19
বিধ্বস্ত গাজায় চিকিৎসা সরঞ্জাম ও ভাসমান হাসপাতাল পাঠাচ্ছে ফ্রান্স

গাজায় জরুরি ভিত্তিতে চিকিৎসা সহযোগিতা পাঠাচ্ছে ফ্রান্স

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত অবরুদ্ধ গাজায় জরুরি ভিত্তিতে চিকিৎসা সহযোগিতা পাঠাচ্ছে ফ্রান্স। মঙ্গলবার (২১ নভেম্বর) ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্যারিসের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, এই সহায়তার মধ্যে ভাসমান হাসপাতাল এবং চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন জানান, আগামী ২৩ নভেম্বর দশ টনেরও বেশি চিকিৎসা সরঞ্জামবাহী বিমান পাঠাবে ফ্রান্স। এরপর আগামী ৩০ নভেম্বর দ্বিতীয় দফায় চিকিৎসা সহায়তা পাঠানো হবে। এছাড়াও একটি সামরিক জাহাজ পাঠাবে ফ্রান্স। যেখানে ৪০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল সংযুক্ত রয়েছে।

ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডিক্সমুড নামের জাহাজটি কয়েকদিনের মধ্যেই মিশরে পৌঁছাবে। এছাড়াও গাজা থেকে অসুস্থ বা আহত শিশুদের সরিয়ে নেয়ার জন্য ফ্রান্সের বেসামরিক ও সামরিক বিমান ব্যবহার করা হবে বলে নিশ্চিত করেছে প্রেসিডেন্টের কার্যালয়।


আরও দেখুন: