বিমান থেকে অবরুদ্ধ গাজায় চিকিৎসা সরঞ্জাম ফেলল জর্ডান
অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে চিকিৎসা সরঞ্জাম ফেলেছে জর্ডান।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে চিকিৎসা সরঞ্জাম ফেলেছে জর্ডান। এক্স (সাবেক টুইটার) পোস্টে এই তথ্য জানিয়েছেন জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ। সোমবার (৬ নভেম্বর) বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, ‘মধ্যরাতে জর্ডানের বিমান বাহিনী আকাশ থেকে জরুরি চিকিৎসা সরঞ্জাম গাজার জর্ডান ফিল্ড হাসপাতালে ফেলেছে। এই বিপর্যয়কালে গাজার আহত ভাই-বোনদের পাশে থাকা আমাদের দায়িত্ব।’
তিনি আরও বলেন, জর্ডান সবসময় ফিলিস্তিনিদের সবচেয়ে শক্তিশালী সমর্থক হিসেবে থাকবে।
তবে এ বিষয়ে কোনও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এদিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৭ অক্টোবরের পর থেকে ইসরাইলি বোমা হামলাসহ জ্বালানি ও ওষুধের সংকটে ৩৬টি হাসপাতালের মধ্যে ১৬টি হাসপাতাল এবং ৭২টি ক্লিনিকের মধ্যে ৫১টি ক্লিনিক বন্ধ হয়ে গেছে।
এছাড়াও গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৯ হাজার ৮০০ ছাড়িয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯০০ জন শিশু এবং ২ হাজার ৫০৯ জন নারী