বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পেলেন ৩ হাজার রোগী

ডক্টর টিভি রিপোর্ট
2023-09-30 13:54:03
বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পেলেন ৩ হাজার রোগী

গুরুদাসপুরের খুবজিপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প বাস্তবায়ন করে বেসরকারি সেবা সংস্থা ‘এল্ডারলি কেয়ার বাংলাদেশ’

প্রবীণদের সেবা দিন-আপনার বার্ধক্যের প্রস্তুতি নিন- প্রতিপাদ্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে নাটোরের গুরুদাসপুরের চলনবিলে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ক্যাম্পে আগত প্রায় ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন দেশবরেণ্য শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। 

এদিন গুরুদাসপুরের খুবজিপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ওই কর্মসূচি পালন করে বেসরকারি সেবা সংস্থা ‘এল্ডারলি কেয়ার বাংলাদেশ’। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান তার জন্মভূমি গুরুদাসপুরের খুবজিপুরে ‘এল্ডারলি কেয়ার’ নামের সংস্থাটি প্রতিষ্ঠা করেন।

গুরুদাসপুর উপজেলার এক হাজার ৭০০ প্রবীণ রোগী এল্ডারলি কেয়ারের সদস্য। মূলত এসব সদস্যদের বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা দিতেই ওই স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। এল্ডারলি কেয়ারের সদস্য ছাড়াও বিভিন্ন বয়সী আরও ১ হাজার ৩০০ রোগীকেও বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধও দেওয়া হয়েছে। এর আগেও এ ধরনের হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।

হেলথ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম শিশির। 

বিশেষ অতিথি ছিলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. রইচ উদ্দিন, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্প পরিচালক ডা. শামসুদ্দিন আহমদ, গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল, জাতীয় বাতজ্বর ইনস্টিটিউটের পরিচালক ডা. নীনা ইসলাম, কক্সবাজার মেডিকেল কলেজের অর্থপেডিক্স বিভাগের অধ্যাপক ডা. আইয়ুব আলী, গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খুরশীদ আলম, রংপুর মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আবু হানিফ, চলনবিল প্রবাহ সম্পাদক মাহমুদুল হক খোকন ও যুগান্তরের সহসম্পাদক এমদাদুল হক।

আরও উপস্থিত ছিলেন- জাতীয় কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. বাবরুল আলম, অধ্যাপক ডা. কাজী শাহনুর আলম, ডা. ফজলে নাসের, ডা. মো. হাবিবুর রহমান. ডা. অনুপ রায় চৌধুরী, ডা. ইশতিয়াক মোশাররফ, ডা. সৈয়দ ইমতিয়াজ আহমেদ, ডা. আবু সায়েম মো. আল মেহেদী, ডা. সাজিদ ইমতিয়াজ।


আরও দেখুন: