আন্তর্জাতিক যেসব সুবিধা পাবেন ভারতের এমবিবিএস চিকিৎসক
ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের (ডব্লিউএফএমই) ছাড়পত্র পেয়েছে ভারতের জাতীয় মেডিকেল কমিশন (এনএমসি)
ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের (ডব্লিউএফএমই) ছাড়পত্র পেয়েছে ভারতের জাতীয় মেডিকেল কমিশন (এনএমসি)। এতে বাড়তি পরীক্ষা দেওয়া ছাড়াই যুক্তরাষ্ট্র-কানাডার মতো দেশে চিকিৎসা দিতে পারবেন ভারতের এমবিবিএস ডিগ্রিধারীরা চিকিৎসক। পাশাপাশি উচ্চশিক্ষার প্রশিক্ষণেও তাদের বাড়তি কোন বাধা থাকবে না। সূত্র: দ্য ইকনোমিক টাইমস
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এনএমসিকে ১০ বছরের জন্য ছাড়পত্র দিয়েছে ডব্লিউএফএমই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই ছাড়পত্রের ফলে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও রোগী দেখতে পারবেন ভারতীয় চিকিৎসকরা।
শুধু তা-ই নয়, বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রেও আর কোনো কোনো বাধা রইলো না ভারতীয় চিকিৎসকদের। আবার এখন থেকে বিদেশ থেকে পাওয়া ডাক্তারি ডিগ্রি নিয়ে নিজ দেশেও চিকিৎসা করতে পারবেন তারা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭০৬টি মেডিক্যাল কলেজ ডব্লিউএফএমই’র ছাড়পত্র পেয়েছে। আগামী দিনে দেশে নতুন কোনো মেডিক্যাল কলেজ হলে, সেগুলোও ডব্লিউএফএমই’র ছাড়পত্র পেয়ে যাবে। এই ছাড়পত্র পাওয়ার ফলে দেশীয় ডাক্তাররা যেমন বিদেশে গিয়ে চিকিৎসা করতে পারবেন, তেমনই বিদেশ থেকে অনেকে ভারতে ডাক্তারি পড়তে আসতে পারবেন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ডব্লিউএফএমই’র এই ছাড়পত্রে দেশের চিকিৎসকদের যেমন অনেক সুবিধা হবে, তেমনই চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ঘটবে। বিদেশের উন্নত ও অত্যাধুনিক চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে অনেক বেশি পরিচিতি ঘটবে, যা দেশের চিকিৎসাবিজ্ঞানকে অন্য পর্যায়ে নিয়ে যাবে।
বিশ্বজুড়ে উন্নত মানের চিকিৎসা শিক্ষা দেওয়াই ডব্লিউএফএমই’র মূল লক্ষ্য। আর এ প্রতিষ্ঠানের ছাড়পত্র পাওয়া খুব একটা সহজ নয়। কোনো দেশের চিকিৎসাবিদ্যা, চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রগুলো আন্তর্জাতিক মানে না পৌঁছানো পর্যন্ত এ ছাড়পত্র দেওয়া হয় না। ভারতের চিকিৎসাবিজ্ঞান বর্তমানে সেই স্তরে পৌঁছেছে বলেই এ ছাড়পত্র মিলেছে বলে দাবি দেশটির স্বাস্থ মন্ত্রণালয়ের।
এনএমসি’র মিডিয়া বিভাগের প্রধান চিকিৎসক যোগেন্দ্র মালিক বলেন, ভারতে মেডিক্যাল শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। ফলে দেশের মেডিক্যাল শিক্ষার্থীরা এখন থেকে বিদেশে গিয় উচ্চশিক্ষা নেওয়ার পাশাপাশি চিকিৎসাও করাতে পারবেন।
এর আগে ভারত থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে বিদেশে গিয়ে যেমন ডাক্তারি করা যেত না, তেমনই বিদেশ থেকে ডাক্তারি ডিগ্রি নিয়ে দেশে ফিরেও চিকিৎসা করার অনুমতি পাওয়া যেত না। ডব্লিউএফএমই’র নতুন বিজ্ঞপ্তিতে বিদেশফেরত ডাক্তারদেরও দেশে চিকিৎসা করার অনুমতি দেওয়া হয়েছে।
নিয়ম হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কিউবা বাদে পৃথিবীর যে কোনো দেশ থেকেই এমবিবিএস পাশ করলে দেশে ফিরে ভারতীয়দের এফএমজিই পরীক্ষায় বসতে হয়। সেই পরীক্ষায় পাশ করলে তবেই ভারতে রোগী দেখার অনুমতি পাওয়া যায়। আবার তিনি যদি নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ না করে থাকেন, তাহলে ডাক্তার হিসেবে রেজিস্ট্রেশন মেলার আগে ভারতে এক বছর ইন্টার্নশিপ করতে হয়।
মূলত, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চীন, রাশিয়া, ইউক্রেন থেকে ভারতের অনেক ডাক্তারি পড়ুয়া এমবিবিএস পাশ করে দেশে ফিরলেও, তারা বিদেশে ইন্টার্নশিপ করতে পারেননি। তাই ভারতে এক বছরের ইন্টার্নশিপ তাদের জন্য বাধ্যতামূলক ছিল। আর এ নিয়েই টানাপোড়েন শুরু হয়। দেশে ফিরেও বিপদে পড়তে হয় ডাক্তারি পড়ুয়াদের। এবার আন্তর্জাতিক ছাড়পত্র পাওয়ায় সেদিক থেকেও সুবিধা হলো।