মৃত্যুকালে মস্তিষ্কের অনুভূতির ধরণ জানালেন গবেষকরা

ডক্টর টিভি রিপোর্ট
2023-09-24 12:11:37
মৃত্যুকালে মস্তিষ্কের অনুভূতির ধরণ জানালেন গবেষকরা

মৃত্যুপথযাত্রী মানুষ

মৃত্যুর ঠিক আগের এবং পরের মুহূর্তে মস্তিষ্কের ভেতরে আসলে কী ঘটে, মৃত্যুকালীন সময়ে কেমন অনুভূতি হয়, এমন প্রশ্নের উত্তর বহুদিন ধরে খুঁজছেন বিজ্ঞানীরা। কাজটা অনেক কঠিন। কারণ মুমূর্ষু ব্যক্তি সাধারণত তাদের মৃত্যুকালীন অভিজ্ঞতার প্রকৃতি পুরোপুরি স্মরণ করতে পারেন না। সম্প্রতি মৃত্যু পথযাত্রী এক ব্যক্তির মস্তিষ্ক পর্যবেক্ষণের মাধ্যমে মস্তিষ্কের জীবন থেকে মৃত্যু এই প্রক্রিয়াটি আরও ভালভাবে বুঝে উঠতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীা। ওই ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা বিনিময় করতে পেরেছেন। সম্প্রতি লাইভ সাইন্স অনলাইনে এ সম্পর্কিত গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করা হয়েছে। 

১৪ সেপ্টেম্বর রিসাসিটেশন জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কয়েকজন কার্ডিয়াক অ্যারেস্ট আক্রান্ত ব্যক্তির হৃৎযন্ত্রের স্পন্দন এক ঘণ্টা বন্ধ থাকার পরেও তাদের মস্তিষ্কে উদ্ভুত রকমের হাজারো কার্যকলাপ দেখা গেছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, মস্তিষ্ক পুরোপুরি মারা যেতে কয়েক ঘণ্টা সময় নেয়। মস্তিষ্ক মরে যাওয়ার সময় চোখের সামনে অতীত জীবনের ঝলক সামনে আসতে পারে। এদের কেউ কেউ বেঁচে ফিরে তাদের অনুভূতি বিনিময় করেন। তাদের একজন একটি উদ্দীপনামূলক অডিও শনাক্ত করতে সক্ষম হন। যা ডাক্তাররা তাদের পুনরুজ্জীবিত করার চেষ্টার সময় বাজান।

তারা বলেন, মৃত্যু পথযাত্রীরা একধরনের আনন্দময় অনুভূতির মধ্যে দিয়ে যান। ৫৬৭ জন রোগীর ওপর চালানো পরীক্ষায় বেঁচে ফেরেন মাত্র ৫৩ জন।

নিউইয়র্ক ল্যাগন হেলথের মেডিসিনের অধ্যাপক স্যাম পারনিয়া বলেন, এদের ৪০ শতাংশ তাদের চারপাশে যেসব ঘটছে তা অনুধাবন করতে পারেন তবে তা স্মৃতিতে রাখতে পারেন না। ২০ শতাংশ তাদের মৃত্যুকালীন অনুভূতি কিছু পরিমাণে স্মরণ করতে পারেন। অন্যরা মনে করেন, ওই সময় মস্তিষ্কে তাদের সারাজীবনের কর্মকাণ্ডের এক ধরনের মূল্যায়ণ ঘটে। তাদের অতীত চোখের সামনে ভেসে উঠে।

তিনি আরও বলেন, আমরা দেখেছি যে মৃত্যুপথযাত্রীর কানে কয়েকটি সহজ শব্দ শোনালে তারা সেগুলো শিখতেও পারেন।

নিবন্ধটি পড়তে এখানে ক্লিক করুন


আরও দেখুন: