হাসপাতালে ভর্তিকৃত করোনা রোগীদের বিষয়ে গবেষণায় নতুন তথ্য

ডক্টর টিভি রিপোর্ট
2023-09-24 11:18:53
হাসপাতালে ভর্তিকৃত করোনা রোগীদের বিষয়ে গবেষণায় নতুন তথ্য

এমআরআই মেশিনে রোগী

দীর্ঘদিন করোনায় ভুগে যেসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের ফুসফুস, মস্তিষ্ক এবং কিডনী অস্বাভাবিক হওয়ার সম্ভবনা তিন গুন বেশি। তাদের এমআরআই এর রিপোর্টে এর প্রমাণ পেয়েছেন গবেষকরা। সূত্র: বিবিসি

গবেষকদের ধারণা, অসুস্থতার তীব্রতার সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যের করা এ গবেষণাটি করোনা চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা। 

গবেষণাটি ল্যানসেট রেসপারেটরি মেডিসিন জার্নালে প্রকাশ করা হয়েছে। এ গবেষণায় করোনায় আক্রান্ত ২৫৯ জন রোগিকে নির্বাচন করা হয়। যারা হাসপাতালে ভর্তি ছিলেন।

চিকিৎসা নেওয়ার পাঁচ মাস পর তাদের এমআরআই স্ক্যান করা করা হয়। সেই রিপোর্ট ৫২ জন ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়। যারা কখনও করোনায় আক্রান্ত হয়নি। ফলে এতে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়।

এর ফলাফলে দেখা যায়, করোনায় আক্রান্ত ব্যক্তির ফুসফুস ১৪ বারের অধিক অস্বাভাবিকভাবে কাজ করছে। এছাড়া মস্তিষ্কের অস্বাভাবিকভাবে কাজ করার হার ছিল তিন গুনের বেশি এবং কিনডির ছিল দ্বিগুনের বেশি। তবে লিভারের কার্যক্ষমতা ছিল স্বাভাবিক।


আরও দেখুন: