কৃত্রিম লিভার আবিষ্কার করলেন চিকিৎসা বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক
2023-09-21 21:41:59
কৃত্রিম লিভার আবিষ্কার করলেন চিকিৎসা বিজ্ঞানীরা

কৃত্রিম লিভার প্রতিস্থাপনে ক্লিনিকাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে চীনের চিকিৎসা বিজ্ঞানীরা

এবার কৃত্রিম লিভার আবিষ্কার করলেন চীনা গবেষকরা। ইতোমধ্যে স্টেম সেলভিত্তিক ‘কৃত্রিম লিভার’ প্রতিস্থাপনের লক্ষ্যে ক্লিনিকাল ট্রায়ালের অনুমোদন দিয়েছেন চীনা কর্তৃপক্ষ। এই আবিষ্কার বিশ্বব্যাপী লিভার জটিলতায় ভুগতে থাকা লাখ লাখ রোগীর জন্য আশার আলো হতে পারে। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট। 

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চীনা গবেষকদের আবিষ্কৃত এই কৃত্রিম লিভার মানবদেহের বাহির থেকেও কাজ করতে পারে। সাধারণত লিভারে সঞ্চালিত ডিটক্সিফিকেশন তথা জীবাণুমুক্তকরণ ও প্রোটিন সংশ্লেষণের মতো কার্য সম্পাদন করে।


‘কৃত্রিম লিভার’ কাজ করবে যেভাবেঃ
 

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বায়োরিঅ্যাক্টর সিস্টেমের মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়, যেখানে একটি ফাঁপা ফাইবার ঝিল্লি স্টেম সেল ও প্রয়োজনীয় পদার্থ প্রয়োগ করে।
  
এই পদার্থগুলো টিস্যু পুনরুৎপাদন ও প্রদাহের ফলে সৃষ্ট লিভারের ক্ষতি দমন করতে সাহায্য করার জন্য রোগীর রক্তপ্রবাহে সঞ্চালিত হয়।

একই ধরনের ঝিল্লি অন্যান্য চিকিৎসা প্রক্রিয়ায় ব্যবহার করা হয়েছে।
 
তবে এটি প্রথমবারের মতো স্টেম সেল পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে। 
 
গুয়াংডং প্রদেশের সাউদার্ন মেডিক্যাল ইউনিভার্সিটির ঝুজিয়াং হাসপাতালের ট্রানস্লেশনাল মেডিসিন সেন্টারের নির্বাহী পরিচালক গাও ই বলেন, শূকর ও বানর জাতীয় প্রাণির মডেলগুলোতে এই পদ্ধতিটি ১৭ শতাংশ প্রাণির বেঁচে থাকার হার বাড়িয়েছে, যেমনটি প্রচলিত চিকিৎসার সঙ্গে দেখা যায় ৮৭.৫ শতাংশ।

 

কৃত্রিম লিভার রোগীদের যেভাবে সাহায্য করবেঃ
 

বর্তমানে লিভার প্রতিস্থাপনই লিভার জটিলতার একমাত্র কার্যকর চিকিৎসা। এক্ষেত্রে লিভার চিকিৎসায় দাতার অভাব, জটিল অস্ত্রোপচার ও ব্যয়বহুল খরচের মতো বেশ কিছু সমস্যা বিদ্যমান। 
 
স্টেম সেলভিত্তিক কৃত্রিম লিভার তৈরির লক্ষ্য হলো প্রতিস্থাপনের জন্য উপযুক্ত পরিবেশ পাওয়া পর্যন্ত আক্রান্ত রোগীর লিভারকে সহায়তা করা। 


আরও দেখুন: