র্যাগিংয়ের দায়ে ৬ মেডিকেল শিক্ষার্থীর দণ্ড
র্যাগিংয়ের প্রতীকী ছবি
জুনিয়র শিক্ষার্থীকে র্যাগিংয়ের দায়ে সাজা পেলে ৬ মেডিকেল শিক্ষার্থী। দণ্ডিত প্রত্যেককে ৬ মাসের জন্য হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। সাজার কারণে ৩ মাস ক্লাস করতে পারবে তারা। এছাড়াও তাদের প্রত্যেককে ২৫ হাজার রুপি জরিমানা করা হয়েছে। সম্প্রতি (১৮ সেপ্টেম্বর) ভারতের শ্রী লাল বাহাদুর শাস্ত্রী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দোষীদের বিরুদ্ধে এই দৃষ্টান্তমূলক সাজা দেন। সূত্র: মেডিকেল নিউজ এন্ড গাইড লাইন্স।
সাজাপ্রাপ্ত ৬ মেডিকেল শিক্ষার্থীরা ২০২২ ব্যাচের। তাদের মধ্যে ৪ জন ছেলে এবং অপর ২ জন মেয়ে শিক্ষার্থী বলে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা গত ১৫ সেপ্টেম্বর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে র্যাগিংয়ের অভিযোগ উত্থাপন করেন। এরপরই অতিদ্রুতার সাথে অভিযোগ তদন্ত করেন র্যাগিং প্রতিরোধ কমিটি। অভিযোগের সত্যতা পাওয়ায় বিধি মোতাবেক দোষীদের বিরুদ্ধে কঠিন সাজা ঘোষণা করা হয়েছে।