এমবিবিএস কারিকুলাম থেকে ৩টি সাবজেক্ট বাদ দিচ্ছে ভারত

অনলাইন ডেস্ক
2023-09-04 10:48:06
এমবিবিএস কারিকুলাম থেকে ৩টি সাবজেক্ট বাদ দিচ্ছে ভারত

ভারতের ন্যাশনাল মেডিকেল কাউন্সিল (এনএমসি)

এমবিবিএস কোর্সের পাঠ্যসূচি বদলে ফেলার ঘোষণা করেছে ভারতের ন্যাশনাল মেডিকেল কাউন্সিল (এনএমসি)। এর অংশ হিসেবে মোট সাবজেক্টের সংখ্যা কমানো হচ্ছে। আরও কিছু সাবজেক্টকে নতুন করে সাজানো হয়েছে। পাশাপাশি এমবিবিএস কোর্স সম্পন্ন করা নিয়েও নতুন নিয়ম চালু করেছেন দেশটির মেডিকেল  কর্তৃপক্ষ। খবর: হিন্দুস্থান টাইমস বাংলা।  

প্রকাশিত খবর অনুযায়ী, এবার থেকে এমবিবিএস কোর্সের সাবজেক্টের সংখ্যা ২৪ থেকে কমে ২১ হতে চলেছে। সিদ্ধান্ত মতে, টিবি এবং চেস্ট, ইমারজেন্সি মেডিসিন এবং ফিজিকাল মেডিসিন অ্যান্ড রিহ্যাব - এই তিনটি সাবজেক্ট মিশে যাবে অন্যান্য বিষয়ের সঙ্গে। এর মধ্যে টিবি এবং চেস্ট, ইমারজেন্সি মেডিসিন অন্তর্ভুক্ত হবে জেনারেল মেডিসিন বিষয়ের মধ্যে। ফিজিকাল মেডিসিন অ্যান্ড রিহ্যাব যোগ করে দেয়া হচ্ছে অর্থোপেডিকের সাথে।  

পাশাপাশি, এমবিবিএস কোর্স নিয়ে আরও একটি নয়া নিয়ম কার্যকর করার কথা জানিয়েছে এনএমসি। ঘোষণা অনুযায়ী, এমবিবিএস কোর্স শেষ করতে সর্বোচ্চ ১০ বছর সময় নিতে পারবে শিক্ষার্থীরা। প্রথমবর্ষ থেকে উত্তীর্ণ হয়ে দ্বিতীয় বর্ষে যেতে সর্বোচ্চ ৪ বছর সময় দেয়া হবে। এই সময়সীমা লঙ্ঘন হলে সেই পড়ুয়া আর মেডিক্যাল পড়াশোনা করার ক্ষেত্রে যোগ্য থাকবেন না। এছাড়াও নতুন কোন মেডিকেল কলেজ চালু হলে তারা ১৫০-র বেশি আসনে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না বলে জানিয়েছে এনএমসি।  

এদিকে ২০২৫ সালের অগস্টে 'ন্যাশনাল এক্সিট টেস্ট' হতে পারে বলে জানা গিয়েছে। অর্থাৎ ২০২০ ব্যাচের এমবিবিএস ফাইনাল ইয়ারের পড়ুয়াদের দিয়ে 'ন্যাশনাল এক্সিট টেস্ট'-র যাত্রা শুরু হতে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল মেডিকেল কমিশনের মধ্যে এই নিয়ে আলোচনা হয়েছে। এর আগে ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন সরকারের কাছে আবেদন করেছিল যাতে ২০২৩ সালের ডিসেম্বর থেকে নিট-পিজি’র বদলে ন্যাশনাল এক্সিট টেস্ট বা নেক্সট অনুষ্ঠিত হয়। 


আরও দেখুন: