২০২৬ সালে ডেঙ্গুর টিকা বাজারে আনার ঘোষণা

অনলাইন ডেস্ক
2023-08-26 12:00:53
২০২৬ সালে ডেঙ্গুর টিকা বাজারে আনার ঘোষণা

ডেঙ্গুর টিকা

২০২৬ সালের জানুয়ারির মধ্যে ডেঙ্গুর টিকা বাজারে আনার ঘোষণা দিয়েছে ভারতীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড (আইআইএল)। ইতোমধ্যে টিকার প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ করার তথ্য জানিয়েছেন কোম্পানির কর্মকর্তারা। সূত্র : রয়টার্স

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দারাবাদের ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কে. আনন্দ কুমার জানান, টিকার প্রথম পর্যায়ের ট্রায়ালে অংশ নেন ১৮ থেকে ৫০ বছর বয়সী প্রায় ৯০ জন স্বেচ্ছাসেবী। টিকা নেয়াতে তাদের কারো দেহেই বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। পরবর্তীতে আরও কয়েকটি ট্রায়াল পরিচালনা করা হবে। কারণ প্রথম ট্রায়ালে কোনো টিকার কার্যকারিতা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া সম্ভব নয় বলে জানান তিনি। 

আইআইএল এর ব্যবস্থা পরিচালক আরও জানান, সব ট্রায়াল শেষ হতে আরও অন্তত দুই বছর লাগবে। আগামী ২০২৬ সালের জানুয়ারির মধ্যেই ডেঙ্গুর টিকা বাজারে আনতে পারবেন বলে জানান তিনি। 

টিকা প্রস্তুতের জন্য যে বিশেষ ভাইরাসটি ব্যবহার করেছে আআইএল, সেটি যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) সরবরাহ করেছে। 

উল্লেখ্য, আইআইএল ছাড়াও আরও ২টি ভারতীয় কোম্পানি ডেঙ্গুর টিকা বাজারে আনার চেষ্টা করছে। কোম্পনি ২টি হলো সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং প্যানাকিয়া বায়োটেক।


আরও দেখুন: