যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক মানুষের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
2023-08-12 10:14:01
যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক মানুষের আত্মহত্যা

প্রতিকী মৃতদেহ

যুক্তরাষ্ট্রে ব্যাপকহারে আত্মহত্যা বেড়েছে। বিগত ২০২২ সালে দেশটির ৪৯ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ আগস্ট) নতুন তথ্য পোস্ট করে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই ভয়াবহ তথ্য প্রকাশ করেছে। খবর : আল-জাজিরা।

সিডিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২ সালের মোট আত্মহত্যাকারীদের ৭৯ শতাংশই পুরুষ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালের পর থেকে ধারাবাহিকভাবে আত্মহত্যার সংখ্যা বেড়েছে দেশটিতে। ২০১৮ সালে এই সংখ্যা ১৯৪১ সালের পর সর্বোচ্চ হয়।ওই বছর ৪৮ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করে।  এরপর ২০১৯ ও ২০২০ সালে আত্মহত্যায় মৃতের সংখ্যা কিছুটা কমে যায়। কিন্তু ২০২১ সালে আবার সেটা বেড়ে যায়। সবশেষ ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ৪৯ হাজার ৪৪৯ জন মানুষ আত্মহত্যা করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্রে আত্মহত্যা অতি সাধারণ ঘটনা হয়ে উঠেছে বলে সিডিসির প্রতিবেদনে বলা হয়েছে।

 


আরও দেখুন: