ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৮৮, রক্ত দিতে ভিড়

ডক্টর টিভি ডেস্ক
2023-06-03 14:32:24
ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৮৮, রক্ত দিতে ভিড়

আপনাদের এ রক্তদান জীবন বাঁচাবে এবং যাদের প্রয়োজন তাদের মধ্যে আশার সঞ্চার করবে

ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৮৮ জন নিহত ও ৯ শতাধিক মানুষ আহত হয়েছেন।

শুক্রবার (২ জুন) ওড়িশার বালেশ্বরে ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনা ঘটে। এরপর থেকে হাসপাতালগুলোতে আহতদের রক্ত দিতে অসংখ্য মানুষ ভিড় করছেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই শনিবার (৩ জুন) জানিয়েছে, দুর্ঘটনার খবরে অনেকেই রক্তদানে ছুটে আসেন।

ওড়িশার মুখ্যমন্ত্রী প্রদীপ জেনা সাধারণ মানুষের এগিয়ে আসার ব্যাপারে বলেছেন, ‘মানুষ স্বেচ্ছায় রক্ত দিতে আসছেন। আমি অনেকের কাছ থেকে অনুরোধ পাচ্ছি, এটি ভালো। দুর্ঘটনার পরই স্থানীয়রা উদ্ধারকাজে আমাদের অনেক সহায়তা করেছেন।’

স্বতঃস্ফূর্তভাবে মানুষ রক্ত দিতে আসার ব্যাপারে ডা. রবি দিয়োরা নামের এক ব্যক্তি টুইটারে লিখেছেন, ‘এ জন্যই ভারত বসবাসের জন্য অন্যতম সেরা একটি দেশ। সংস্কৃতি, নীতি এবং সহায়তার মনোভাব ভারতীয়দের রক্তে আছে। যারা রক্ত দেওয়ার জন্য লাইন ধরেছেন, তাদের সবার জন্য অনেক গর্বিত।’

পাবন মালোহোত্রা নামে আরেকজন লিখেছেন, ‘বালেশ্বরের মানুষের জন্য গর্বিত এমন সংকটময় সময়ে তাদের নিঃস্বার্থতা ও সহানুভূতির জন্য। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর রক্তদাতাদের দীর্ঘ সারি আমার মনকে ভরিয়ে দিয়েছে। আপনাদের এ রক্তদান জীবন বাঁচাবে এবং যাদের প্রয়োজন তাদের মধ্যে আশার সঞ্চার করবে।’

এদিকে, শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে ওড়িশার বালেশ্বর জেলার বাহাঙ্গা বাজার এলাকায় ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা। শালিমার থেকে চেন্নাইগামী সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু থেকে হাওড়াগামী সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।


আরও দেখুন: