ডিমেনশিয়া আক্রান্ত জিমি কার্টারের স্ত্রী রোসালিন
রোসালিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘজীবী ফার্স্টলেডি তিনি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী রোসালিন কার্টার ডিমেনশিয়া (স্মৃতিভ্রংশ) রোগে ভুগছেন। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সাবেক ফার্স্টলেডি রোসালিন বর্তমানে জর্জিয়ার বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করছেন। ৯৫ বছর বয়সী রোসালিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘজীবী ফার্স্টলেডি তিনি।
অন্যদিকে গত ফেব্রুয়ারিতে ক্যান্সারে আক্রান্ত হন জিমি কার্টার। চিকিৎসকের তত্ত্বাবধানে বর্তমানে নিজের বাড়িতে আছেন তিনি। জীবনের অন্তিম সময়টা পরিবারের সঙ্গে বাড়িতে কাটাতে চান জিমি কার্টার।
ডেমোক্র্যাট নেতা জিমি কার্টার ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট। ১৯৭৭ সালের জানুয়ারি থেকে ১৯৮১ সালের জানুয়ারি পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। তখন স্বামীর সঙ্গে হোয়াইট হাউসে বাস করতেন রোসালিন।
জিমি–রোসালিন দম্পতি ১৯৪৬ সালে বিয়ে করেছিলেন। তাঁদের চার সন্তান। মানবিক কার্যক্রম পরিচালনার জন্য এই দম্পতির খ্যাতি রয়েছে। এ জন্য তাঁরা একসঙ্গে কার্টার সেন্টার নামে একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।