পাক স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ইমরানের মানহানি মামলা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান
এবার পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আবদুল কাদির প্যাটেলের বিরুদ্ধে ১০০০ কোটি রুপির মানহানি মামলা করলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ইতোমধ্যে প্যাটেলকে মামলার নোটিশ পাঠিয়েছেন ইমরান। সূত্র : ডন।
গত ২৬ মে ইমরান খানের মেডিকেল পরীক্ষার রিপোর্ট সংবাদ সম্মেলন করে জানিয়ে দেন স্বাস্থ্যমন্ত্রী আবদুল কাদির প্যাটেল। গত ৯ মে গ্রেফতারের পর পুলিশি হেফাজতে তার এই মেডিক্যাল পরীক্ষা করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অনেক বেশি মদ পান করেন। তার পায়ে কোনো ধরনের সমস্যা নেই। তবে মানসিক স্বাস্থ্য স্থিতিশীল নয়।
নোটিশে স্বাস্থ্যমন্ত্রীকে বক্তব্য প্রত্যাহার করতে বলেন ইমরান খান। তিনি বলেন, আপনি প্রথমবার যেভাবে আমার সম্পর্কে এসব তথ্য দিয়েছেন, ঠিক একইভাবে আপনি সেসব প্রত্যাহার করে নিবেন। একইসাথে স্বাস্থ্যমন্ত্রী ‘ভুল স্বীকার’ করে ক্ষমা চাইতে বলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী।
পরে ‘ভুল, ভিত্তিহীন, মিথ্যা, বিভ্রান্তিকর, দূষিত ও মানহানিকর’ তথ্য প্রচার করায় স্বাস্থ্যমন্ত্রী আবদুল কাদির প্যাটেলের বিরুদ্ধে মানহানির মামলা দেন তিনি।
এছাড়াও নোটিশে স্বাস্থ্যমন্ত্রীর কাছে মানহানি ও মিথ্যা অভিযোগের জন্য ১০০০ কোটি রুপি ক্ষতিপূরণ চান ইমরান খান। এই অর্থ শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল ও গবেষণাগারে দান করা হবে বলে জানান তিনি।
শর্ত মেনে নিতে স্বাস্থ্যমন্ত্রীকে ১৫ দিন সময় বেঁধে দিয়েছেন ইমরান খান। অন্যথায় আইনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার হুঁশিয়ারী দিয়েছেন তিনি।