১৬ বছর পর নিজের হৃৎপিণ্ড দেখে আপ্লুত নারী
জাদুগরে থাকা জেনিফার সাটনের হৃৎপিণ্ড।
১৬ বছর পর জাদুঘরে গিয়ে নিজের হৃৎপিণ্ড দেখার সুযোগ পেয়েছেন এক নারী। যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের রিংউডের বাসিন্দা ৩৮ বছর বয়সী জেনিফার সাটন এত বছর পর নিজের হৃৎপিণ্ড দেখে আপ্লুত হয়ে পড়েন।
২২ বছর বয়সে বিশ্ববিদ্যালয় পড়ুয়া জেনিফার শরীর চর্চার সময় হঠাৎ অস্বস্তি অনুভব করেন। পরীক্ষার পর জানা যায় তিনি কার্ডিওমায়োপ্যাথিতে আক্রান্ত। হৃৎপিণ্ড প্রতিস্থাপন না করলে মৃত্যুঝুঁকি থাকায় ২০০৭ সালে তার হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়।
প্রতিস্থাপনের পর জেনিফার হৃৎপিণ্ড লন্ডনের হান্টেরিয়ান জাদুঘরে রাখা হয়। সেখানে গিয়েই নিজের হৃৎপিণ্ড দেখার সুযোগ পেয়েছেন এ নারী। শুধু তিনি নন, অন্যরাও জাদুঘরে গিয়ে এটি দেখতে পারেন।
নিজের হৃৎপিণ্ড দেখার অনুভূতিকে ‘অবিশ্বাস্য পরাবাস্তব’ উল্লেখ করে জেনিফার সাটন জানান, বয়ামে রাখা এ হৃৎপিণ্ড দেখতে তার খুবই অদ্ভুত লাগছে। আমি স্মৃতিকাতর হয়ে পড়ছি। এটি তাকে বাঁচিয়ে রেখেছিল ২২ বছর। এখন তিনি অঙ্গদানের প্রচারে সম্ভাব্য সব কিছু করতে চান। কেননা, হৃৎপিণ্ড প্রতিস্থাপনের মাধ্যমে তার জীবনে বিয়ের মতো সুন্দর মুহূর্ত এসেছে।