সার্জারিতে পরিচ্ছন্নতাকর্মী, জার্মানিতে চিকিৎসক বহিষ্কার
ওই পরিচ্ছন্নতাকর্মীর কোনো চিকিৎসাজ্ঞান ছিল না।
পায়ের আঙ্গুলে অস্ত্রোপাচারের সময় পরিচ্ছন্নতাকর্মীর সাহায্য নেওয়ায় জার্মানির এক চিকিৎসককে বহিষ্কার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেশটির মেইনজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে এই ঘটনা ঘটেছে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকান সংবাদ সংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়েছে, পরিচ্ছন্নতাকর্মীর সাহায্য নেওয়ায় ঘটনা প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে। এতে বাধ্য হয়ে ওই চিকিৎসককে বহিষ্কার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানায় তারা।
এ বিষয়ে হাসপাতালের প্রধান নির্বাহী নরবার্ট ফিফার জানান, ওই সময় কোনো সহকারী না থাকলেও ওই চিকিৎসক অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেন। তবে ওই পরিচ্ছন্নতাকর্মীর কোনো চিকিৎসাজ্ঞান ছিল না।
রোগীকে অচেতন করার পরে ওই চিকিৎসক পরিচ্ছন্নতাকর্মীকে রোগীর পা ধরতে এবং সার্জারির বিভিন্ন সরঞ্জাম এগিয়ে দিতে বলেন। এসময় হাসপাতালের ম্যানেজার ঘটনাটি দেখে ফেলেন। পরবর্তীতে তদন্ত করে ওই চিকিৎসককে বহিষ্কার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।