কঙ্গোতে ভয়াবহ বন্যায় মৃত্যু ৪০০ ছাড়াল
জাতিসংঘের তথ্যানুযায়ী, এখনও কয়েকশ’ মানুষ নিখোঁজ রয়েছেন।
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে আকস্মিক বন্যায় মৃত ৪০০ ছাড়িয়েছে। দেশটির দক্ষিণ কিভুর গভর্নর থিও এনগওয়াবিদজে কাসি এ তথ্য জানিয়েছেন।
নদীতে এখনও অনেক মৃতদেহ ভাসছে। ধ্বংসস্তূপে অনেকে চাপা পড়ায় মৃত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত সপ্তাহে দক্ষিণ কিভু প্রদেশের বুশুশু ও নিয়ামুকুবি গ্রামের ঘরবাড়ি বানের তোড়ে ভেসে যায়। গ্রাম দুটি কাদা ও আবর্জনার নিচে চাপা পড়ে বহু হতাহত হয়।
জাতিসংঘের তথ্যানুযায়ী, এখনও কয়েকশ’ মানুষ নিখোঁজ রয়েছেন।
কঙ্গো সরকারের মুখপাত্র প্যাট্রিক মুইয়াইয়াস জানান, জরুরি পরিষেবা কর্মীরা কয়েকদিন ধরে কালেহে অঞ্চলের দুই গ্রামের ধ্বংসস্তূপ ও কাদার মধ্য থেকে মৃতদেহ বের করে আনছেন। এটি নজিরবিহীন মানবিক বিপর্যয়।
কঙ্গোর রেড ক্রস জানিয়েছে, এ পর্যন্ত ৯৮ নারী, ৮২ শিশুসহ ২৭৪ জনকে কবর দেওয়া হয়েছে। এ ছাড়া পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় এবং আবর্জনার মধ্যে লাশ পড়ে থাকায় জনস্বাস্থ্য মারাত্মক হুমকির সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।