সুদানের গৃহযুদ্ধে ধ্বংস ১০ লক্ষাধিক পোলিও টিকা

ডক্টর টিভি ডেস্ক
2023-05-06 11:30:09
সুদানের গৃহযুদ্ধে ধ্বংস ১০ লক্ষাধিক পোলিও টিকা

সুদানের গৃহযুদ্ধে ১০ লাখের বেশি পোলিও টিকা ধ্বংস করা হয়েছে

উত্তর আফ্রিকার দেশ সুদানের গৃহযুদ্ধে ১০ লাখের বেশি পোলিও টিকা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। খবর রয়টার্সের।

গত এপ্রিলে সুদানে গৃহযুদ্ধ শুরু হলে সংঘবদ্ধ লুটপাটে শিশুদের জন্য প্রয়োজনীয় ১০ লাখের বেশি পোলিও টিকা ধ্বংস করা হয়।

ইউনিসেফের অফিস অব ইমার্জেন্সি প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর হ্যাজেল ডি ওয়েট রয়টার্সকে বলেছেন, সুদানের দক্ষিণ দারফুরে ১০ লাখের বেশি পোলিও টিকাসহ বহু কোল্ড চেইন সুবিধা লুট, ক্ষতিগ্রস্ত ও ধ্বংস করা হয়েছে।

২০২২ সালের শেষের দিকে সুদানে পোলিওর প্রাদুর্ভাব দেখা দিলে দেশটিতে টিকাদান ক্যাম্পেইন শুরু করে ইউনিসেফ। গত এপ্রিলে সংঘাত ছড়িয়ে পড়ার সময় সংস্থাটি সেই কার্যক্রমের মাঝপথে ছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে সংঘাত শুরু হওয়ার পর থেকে সুদানে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ২৮টি হামলা হয়েছে। চলমান সংঘাতের মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচিসহ সুদানে অসংখ্য মানবিক সহায়তা সংস্থা লুটপাটের মুখে পড়েছে।


আরও দেখুন: