পশ্চিমবঙ্গে কালবৈশাখী, বজ্রপাতে ১৬ জনের মৃত্যু

ডক্টর টিভি ডেস্ক
2023-04-28 16:17:23
পশ্চিমবঙ্গে কালবৈশাখী, বজ্রপাতে ১৬ জনের মৃত্যু

মৃতদের বেশিরভাগই কৃষক। তারা ক্ষেতে কাজ করার সময় বজ্রের আঘাতে প্রাণ হারান

ভারতের পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কালবৈশাখীর তাণ্ডবের মধ্যে বজ্রপাতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বর্ধমানে ৪, মুর্শিদাবাদে ৩, পশ্চিম মেদিনীপুরে ৩, হাওড়ায় ৩, উত্তর ২৪ পরগনায় ২ ও ঝাড়গ্রামে একজন মারা গেছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাতে এ খবর দিয়েছে এনডিটিভি। পশ্চিমবঙ্গের পুলিশ কর্মকর্তারা জানান, মৃতদের বেশিরভাগই কৃষক। তারা ক্ষেতে কাজ করার সময় বজ্রের আঘাতে প্রাণ হারান।

গত কয়েক মাস ধরেই বৃষ্টিহীন পশ্চিমবঙ্গের জেলাগুলো। কার্যত দাবদাহে হাঁসফাঁস অবস্থা হয়ে উঠেছিল। তাপমাত্রা কোথাও কোথাও পৌঁছে গিয়েছিল ৪৩ থেকে ৪৪ ডিগ্রি। প্রবল গরমে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মাঝেই বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রসহ কালবৈশাখী হানা দেয়। প্রবল ঝড়ে জেলার একাধিক জায়গায় বাড়ির ছাদও উড়ে যায়। বেশ কয়েকটি বাড়ির দেয়াল ভেঙে পড়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ায় চাষেরও ক্ষতি হয়েছে। তবে প্রচণ্ড দাবদাহের মাঝেই এ ঝড়-বৃষ্টি জেলাবাসীকে সাময়িক স্বস্তি দিয়েছে।


আরও দেখুন: