দূষণ কমাতে উদ্যোগ নিচ্ছে বার্সেলোনা

ডক্টর টিভি রিপোর্ট
2023-04-16 16:24:26
দূষণ কমাতে উদ্যোগ নিচ্ছে বার্সেলোনা

বার্সেলোনা ফুটবল দল

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ভাবতে শুরু করেছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। দূষণ কমাতে উড়োজাহাজের পরিবর্তে দলটি দ্রুতগতির ট্রেনে ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছে।

দেড় দশকের বেশি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ইউনিসেফকে ১৭ কোটি ৬৪ লাখ বার্ষিক অনুদান দিচ্ছে কাতালান ক্লাবটি। এ ছাড়া জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের সঙ্গেও কাজ করছে।

বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, দূরত্ব অনেক বেশি হওয়ায় আমরা আগে কখনো ট্রেনে যাইনি। তবে রবিবার ভ্রমণের জন্য এটা একটা আদর্শ দিন। এর মধ্য দিয়ে দূষণ কমানো যাবে। ভ্রমণের ধকল খেলায় কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি।

এবারের মৌসুম শুরুর দিকে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিকেও প্যারিসের আশপাশে ম্যাচ খেলার জন্য রেলভ্রমণের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে দলটির কোচ ক্রিস্তোফ গালতিয়ের এবং তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে রাজি হননি।


আরও দেখুন: