প্রফেসর ডা. এম এ কুদ্দুস আর নেই

ডক্টর টিভি রিপোর্ট
2023-04-12 18:14:46
প্রফেসর ডা. এম এ কুদ্দুস আর নেই

প্রফেসর ডা. এম এ কুদ্দুস

এনাটমির লিজেন্ডারি প্রফেসর ডা. এম এ কুদ্দুস আর নেই। সিলেটের আখালিয়ার মাউন্ট এডোরা হসপিটালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (১২ এপ্রিল) ভোর ছয়টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এরআগে, গতকাল মঙ্গলবার ভোর থেকে মাউন্ট এডোরা হসপিটালের আইসিইউ-তে ভর্তি  ছিলেন তিনি।

সকাল দশটায় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ক‍্যাম্পাসে তাঁর  জানাযা অনুষ্ঠিত হয়। এরপর প্রফেসর ডা. এম এ কুদ্দুসের মৃতদেহ নিয়ে তাঁর স্বজনেরা ঢাকার ধামরাইয়ের (স্থায়ী নিবাস) উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানেই তাঁকে দাফন করার কথা। 

প্রফেসর ডা. এম এ কুদ্দুস আমৃত্যু জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের এনাটমি বিভাগে কর্মরত ছিলেন। সর্বশেষ একই কলেজের এনাটমির বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 

প্রফেসর ডা. এম এ কুদ্দুস স্যারের এক শিক্ষার্থী লিখেছেন, আমাদের কলেজ (জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ) প্রতিষ্ঠার দুই বছর পর (১৯৯৭সাল) থেকে স‍্যার এখানে কর্মরত। মেডিকেল কলেজের অন‍্যতম কঠিন একটা বিষয় এনাটমিকে স‍্যার খুব সহজেই ষ্টুডেন্টদেরকে বুঝিয়ে দিতেন। এজন্য প্রফেসর ডা. এম এ কুদ্দুস স‍্যারের ঈর্ষণীয় জনপ্রিয়তা ছিল।

সালমান বিন নোমান নামের এক শিক্ষার্থী তার ফেসবুক টাইমলাইনে বলেন, আমাদের মেডিকেল যাত্রার মাত্র ৯ মাসের মধ্যে ডা. এম.এ কুদ্দুস স্যার যতটা মহব্বত, স্নেহ, শাসন করেছেন, আজ এই লেখা লিখতে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণে রাখা আমার কষ্ট হচ্ছে। আমরা পারিনি স্যারকে একদিন মন খুলে বলতে, এই কঠিন যাত্রাপথে স্যার আপনাকে আমাদের মা-বাবার চেয়ে বড় অভিভাবক মনে হতো, ভাইবা বোর্ডে আপনাকে দেখে হাজার হাজার শিক্ষার্থীর মনোবল ফিরে আসতো।

তিনি আরও বলেন, আমরা মনে রাখবো, ধূসর মরুপথের শুরুতে একজন "ডা. এম.এ. কুদ্দুস, হেড অফ দা ডিপার্টমেন্ট, এনাটমী বিভাগ, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ" আমাদেরকে দিয়েছিলেন এই পথ পাড়ি দেয়ার সূচিপত্র। ছায়ার মত বিশাল মনের মানুষ ছিলেন, ধনী গরীব সকল বয়সের মানুষের নিকট ছিলেন সমান জনপ্রিয়।যে কোন রোগের জন্য প্রথমেই সবাই তাঁর কাছে আসতেন, তিনি তাঁর স্বভাবসুলভ ভালোবাসায় আদরের সহিত চিকিৎসা সেবা দিতেন। আমরা নবীন তাও এই শিক্ষাগুলো স্যার আমাদেরকে দিয়েছেন, অনেকবার বলেছেন।


আরও দেখুন: