করোনা সংক্রমণ বাড়ছে ভারতে

অনলাইন ডেস্ক
2023-03-31 16:23:53
করোনা সংক্রমণ বাড়ছে ভারতে

ভারতে ফের বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ

ভারতে ফের বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। আজ শুক্রবার করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠকে বসতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

গত বুধবার দেশজুড়ে ৩ হাজার ১৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হন- যা বিগত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। পরদিন বৃহস্পতিবার শনাক্ত আরও বেড়ে যায়। আজ শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৯৫ জন। সম্প্রতি করোনা শনাক্তের দিক থেকে শীর্ষ রাজ্য তিনটি হলো—দিল্লি, মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশ।

উদ্ভুত পরিস্থিতিতে করনীয় ঠিক করতে বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ।

বৈঠক শেষে মন্ত্রী জানান, যাদের করোনার উপসর্গ রয়েছে, তাদের মাস্ক ব্যবহার করতে হবে। এই নিয়ে নির্দেশিকাও জারি করা হয়। 

তবে করোনা শনাক্ত বাড়লে উদ্বীগ্ন নন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। কারণ দিল্লিতে নতুন করে করোনার কোনো রূপ কিংবা উপরূপের সন্ধান মেলেনি। মূলত করোনার পুরনো রূপ এক্সবিবি এবং সেটার উপরূপ ১.১৬-এর জন্য সংক্রমণের হার ঊর্ধ্বমুখী বলে জানান তিনি। 


আরও দেখুন: