ভারতে ফের করোনার প্রকোপ, দুই সপ্তাহে বাড়ল তিনগুন
সংক্রমণের হারযুক্ত জেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২
ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। এছাড়া দেশটির অন্যান্য জায়গাতেও সংক্রমণ বাড়ছে।
সরকারি পরিসংখ্যান বলছে, গত দুই সপ্তাহে প্রায় সাড়ে তিনগুন সংক্রমণ বেড়েছে। গত দুই সপ্তাহে ১০ শতাংশ বা তার বেশি সংক্রমণের হারযুক্ত জেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২।
মাত্র ১৫ দিন আগেও দেশের পাঁচ রাজ্যের ৯টি জেলায় করোনা সংক্রমণ ছিল ১০ শতাংশের বেশি। সংক্রমণের হারে এই আচমকা বৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে।
পরিসংখ্যান বলছে, গত ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিভিন্ন রাজ্যের মোট ৬৩টি জেলায় করোনা সংক্রমণের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে ছিল। দুই সপ্তাহ আগে এ সংখ্যাই ছিল মাত্র ১ দশমিক ৫।
দিল্লি, কেরালা, গুজরাট এবং মহারাষ্ট্রে সংক্রমণের হার অন্য রাজ্যের চেয়ে বেশি রয়েছে। গত দুই দিনে দৈনিক সংক্রমণের পরিসংখ্যানও ছিল উদ্বেগজনক। পরপর দুদিন আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে হয়েছে ১ হাজার ৮০০।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞেরাও। কেন্দ্রীয় সরকারের তরফে দেশজুড়ে কভিডের মহড়ার আয়োজন করা হয়েছে। আগামী ১০ ও ১১ এপ্রিল দেশের বিভিন্ন হাসপাতালে করোনা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে। অনুষ্ঠিত হবে মহড়া।
সরকারি-বেসরকারি হাসপাতালে মহড়ার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে রাজ্যগুলোর কাছে নির্দেশিকাও পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে করোনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। তার আগের সপ্তাহে সংখ্যাটি ছিল ১৯। ফলে মৃত্যুর পরিসংখ্যানও কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আগে থেকেই সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মাস্ক, স্যানিটাইজারের মতো প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামী দিনে নতুন করে মহামারীর পরিস্থিতি তৈরি হলে, তা নিয়ন্ত্রণের জন্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা, ওষুধপত্র, অক্সিজেন এবং আইসিইউ পরিষেবা রয়েছে কিনা, যাচাই করে দেখা হবে এপ্রিলের মহড়ায়।