ইকুয়েডর-পেরুতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৫

অনলাইন ডেস্ক
2023-03-19 12:48:17
ইকুয়েডর-পেরুতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৫

ইকুয়েডর ও পেরুতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে

ইকুয়েডর ও পেরুতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত দুই দেশে কমপক্ষে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের  সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।  

স্থানীয় সময় শনিবার ইকুয়েডরের উপকূলীয় দক্ষিণাঞ্চল এবং পেরুর উত্তরাঞ্চলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। এর জেরে সেখানে বেশ কিছু বাড়ি, স্কুল ও চিকিৎসাকেন্দ্রের কাঠামোগত ক্ষতি হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৮ বলে জানিয়েছে।

মূলত গুয়াস প্রদেশের বালাও শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ৬৬.৪ কিমি (৪১.৩ মাইল) গভীরতায় আঘাত হানে এই ভূমিকম্প। ভূমিকম্পের কারণে সুনামির আশঙ্কা দেখা যায়নি বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ। 

ইকুয়েডরের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে মোট ১৪ জন মারা গেছেন। আহত হয়েছেন ১২৬ জন। উদ্ধার তৎপরতা চলছে।


আরও দেখুন: