তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক
2023-02-18 13:17:00
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল

তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে

তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। এর মাঝে তুরস্কে মারা গেছে ৩৯ হাজার ৬৭২ জন। আর সিরিয়ায় মারা গেছে ৫৮০০ জন। 

এদিকে ভূমিকম্পের ১২ তম দিনে ধ্বংসস্তূপ থেকে ৪৫ বছরের এক ব্যক্তিকে  জীবিত উদ্ধার করা হয়েছে। খবর আল জাজিরার।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে একই সঙ্গে চলছে উদ্ধার অভিযান এবং ত্রাণ সহায়তা। আর প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। 

ত্রাণ সহায়তার অংশ হিসেবে জাতিসংঘের ত্রাণ নিয়ে ১৭৮টি ট্রাক তুরস্ক থেকে সিরিয়ায় গিয়েছে। এগুলোতে জাতিসংঘের ৬টি সংস্থার বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে।

তুরস্ক-সিরিয়ার প্রলয়ঙ্করী এ ধ্বংসযজ্ঞের ক্ষত মুছতে আরও বহুদিন লেগে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ‘শতাব্দীর ভয়াবহতম’ এ ভূমিকম্পে মোট ৫০ হাজার ৫৭৬টি ভবন পুরোপুরি ধসে পড়েছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউনিয়ান অব চেম্বারস অব তুর্কি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের (টিএমওবিবি) সভাপতি ইয়ুপ মুহকু বলেছেন, বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপ পরিষ্কার করতে ‘উল্লেখযোগ্য সময়’ লেগে যাবে।


আরও দেখুন: