এবার নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক
2023-02-15 16:06:17
এবার নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল আঘাত হানার একদিন পরই ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি।

রোমনিয়ার পর এবার নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণাঞ্চলের আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ‘ভীতিকর’ এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী ওয়েলিংটনের ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত পারাপারুমুরতে। এটি মাটির প্রায় ৭৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়।

নিউজিল্যান্ডের সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, ‘সেখানে একটি বড় কম্পন অনুভূত হয়েছে। প্যারাপারাউমু থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

এদিকে নিউজিল্যান্ডের ওপর গতকালই আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল।এর একদিন পরই ভূমিকম্পে কেঁপে ওঠল দেশটি।তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এবং সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। বিধ্বংসী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল নিউজিল্যান্ডে আঘাত হানার পরেই ভূমিকম্পটি হলো। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে চারজন নিহত হয়েছে এবং পুরো উত্তর দ্বীপজুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।


আরও দেখুন: