তুরস্কে এক পরিবারের চারজনের লাশ উদ্ধার করল বাংলাদেশ দল
৮ ঘণ্টার দুঃসাহসিক অভিযানে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
তুরস্কে উদ্ধার অভিযানের পঞ্চম দিনে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে আদিয়ামান শহরের জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকা থেকে দুই সন্তানসহ এক দম্পতির লাশ উদ্ধার করেন তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফায়ার সার্ভিস জানায়, সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকর্মীরা ওই চারজনসহ এ পর্যন্ত ১৯ মরদেহ ও একজনকে জীবিত উদ্ধার করেছেন। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের উদ্ধারকারীরাও সেখানে কাজ করছেন।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের মিডিয়া সমন্বয়ক উপসহকারী পরিচালক ফয়সালুর রহমান জানান, মঙ্গলবার রাতে ৮ ঘণ্টার দুঃসাহসিক অভিযানে উদ্ধার চার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানতেপে ৭ দশমিক ৮ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প হয়। এতে তুরস্ক-সিরিয়ার বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। দুই দেশে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে উদ্ধার অভিযানে বাংলাদেশের ৬০ সদস্যের দল ৯ ফেব্রুয়ারি থেকে কাজ করছে।