ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪ হাজার ছুঁই ছুঁই

ডক্টর টিভি রিপোর্ট
2023-02-11 11:32:58
ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪ হাজার ছুঁই ছুঁই

ভূমিকম্পের ১২০ ঘণ্টা পেরিয়ে যাওয়ায় জীবিত অবস্থায় উদ্ধারের সম্ভাবনা কমে এসেছে।

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৩ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। খবর: সিএনএন।

শনিবার সকাল পর্যন্ত তুরস্কে ২০ হাজার ৩১৮ জনের মৃতদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।দেশটিতে আহত হয়েছে ৮০ হাজার ৫২ জন। অপরদিকে সিরিয়ায় উদ্ধার হয়েছে তিন হাজার ৫১৩ জনের মরদেহ। সিরিয়াজুড়ে আহতের সংখ্যা পাঁচ হাজার ২৪৫ জন বলে জানা গেছে।

ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন কর্মীরা। কিন্তু ভূমিকম্পের পর প্রায় ১২০ ঘণ্টা পেরিয়ে যাওয়ায় জীবিত অবস্থায় উদ্ধারের সম্ভাবনা কমে এসেছে।

উদ্ধার হওয়ার পরও নিদারুণ কষ্টে আছেন অনেকে। তীব্র ঠাণ্ডার মধ্যে আশ্রয় ও খাবার ছাড়া থাকায় তাদের জীবনও সংকটাপন্ন হয়ে পড়েছে।

উদ্ধারকাজের ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন অনেকে। তাদের দাবি, কিছু কিছু জায়গায় ভূমিকম্পের তিন দিন পর উদ্ধারকর্মী এসেছেন। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েও যারা জীবিত ছিলেন, তীব্র ঠাণ্ডা ও পানির অভাবে তারা মারা গেছেন।


আরও দেখুন: