ইউক্রেনের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪

অনলাইন ডেস্ক
2023-01-29 12:23:08
ইউক্রেনের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪

পূর্ব ইউক্রেনের এ অঞ্চলটি রাশিয়ার দখলে। এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে মস্কো

ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ২৪ রোগী ও স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন।

পূর্ব ইউক্রেনের এ অঞ্চলটি রাশিয়ার দখলে। এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে মস্কো। খবর আল-জাজিরার।

এ হামলাকে যুদ্ধাপরাধ বলে দাবি করেছে রাশিয়া। তবে রাশিয়ার এ অভিযোগের বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পূর্ব ইউক্রেনের রাশিয়ান-নিয়ন্ত্রিত নোভোয়াইডারের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমারস রকেট সিস্টেম ব্যবহার করে ইউক্রেন এ আক্রমণ পরিচালনা করে।

বেসামরিক চিকিৎসা স্থাপনায় ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা নিঃসন্দেহে কিয়েভ সরকারের একটি গুরুতর যুদ্ধাপরাধ। এ অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে জবাবদিহি করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বেসামরিক ও সামরিক চিকিৎসকরা ওই হাসপাতালে স্থানীয় লোকজন এবং সৈন্যদের চিকিৎসার জন্য দীর্ঘদিন কাজ করছেন।


আরও দেখুন: